ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আজ শপথ নিচ্ছেন বরিস জনসন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ২৪ জুলাই ২০১৯

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ বুধবার শপথ নিতে যাচ্ছেন বরিস জনসন। স্থানীয় সময় বিকালে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নেতা হিসেবে দায়িত্ব নেবেন তিনি। এরপরই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

তবে এরইমধ্যে নতুন সরকার গঠনের কাজ শুরু করেছেন জনসন। ধারণা করা হচ্ছে, ডাউনিং স্ট্রিটে প্রবেশের পরই মন্ত্রিসভার সিনিয়র কর্মকর্তাদের নাম ঘোষণা করবেন তিনি। এছাড়া স্বরাষ্ট্রদফতর ও কোষাগারের চ্যান্সেলরের দায়িত্ব কে পাচ্ছেন তাও জানাবেন জনসন।

গতকাল মঙ্গলবার চার দফা ভোট শেষে প্রতিদ্বন্দ্বী পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টকে হারান তিনি। বিজয়ী ভাষণে, সব ধরনের সুবিধা নিয়েই ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের কথা জানান নতুন নেতা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি