ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

থানায় নারী পুলিশের নাচের ভিডিও ধারণ, অতঃপর...

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ২৫ জুলাই ২০১৯ | আপডেট: ১৭:৪৬, ২৫ জুলাই ২০১৯

থানায় বসে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে নাচের ভিডিও ধারণ করার অভিযোগে এক নারী পুলিশকে বরখাস্ত করা হয়েছে। কর্মকর্তারা জানান, বলিউডের এক গানের সঙ্গে ওই পুলিশ কর্মীর নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাকরি যায় তাঁর। সম্প্রতি ভারতের গুজরাটে ঘটেছে এ ঘটনা।

অভিযুক্ত ওই নারী পুলিশের নাম অর্পিতা চৌধুরী। তিনি লোক রক্ষক দলের (এলআরডি-রাজ্য পুলিশের একটি শাখা) কর্মী। সংক্ষিপ্ত ওই ভিডিও ক্লিপে গুজরাটের মেহসানা জেলার লঙ্ঘনাজ থানার একটি হাজতখানার সামনে দাঁড়িয়ে নাচতে দেখা যায় তাকে।

পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট মঞ্জিথা ভাঞ্জারা সাংবাদিকদের বলেন, ‘অর্পিতা চৌধুরী নিয়ম লঙ্ঘন করেছেন। কর্তব্যরত অবস্থায় তাঁর পরনে পুলিশের পোশাক ছিল না। এ ছাড়া, তিনি লঙ্ঘনাজ থানার ভেতরে বসে নিজের ভিডিও ধারণ করেছেন। পুলিশ কর্মীদের শৃঙ্খলা মেনে চলা উচিত, যা তিনি করেননি। এ কারণে তাঁকে বরখাস্ত করা হয়েছে।’

ভাঞ্জারা জানান, জুলাই মাসের ২০ তারিখে ভিডিওটি ধারণ করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং হোয়াটস অ্যাপে ছড়িয়ে দেন অর্পিতা। সূত্র: আনন্দবাজার।

এনএস/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি