ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

লিবীয় উপকূলে নৌকা ডুবে শতাধিক শরণার্থীর মৃত্যুর শঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৮, ২৬ জুলাই ২০১৯

লিবিয়ার পশ্চিম উপকূলে শরণার্থী বোঝাই নৌকা ডুবে ১১৫ নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, তারা সাগরে ডুবে সবাই মারা গেছেন। সংঘাতপূর্ণ লিবিয়ায় জাতিসংঘ স্বীকৃত দেশটির নৌবাহিনী বৃহস্পতিবার এ তথ্য জানায়। খবর আনাদোলু।

শরণার্থী বোঝাই ওই নৌকাটিতে প্রায় ২৫০ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে অধিকাংশই আফ্রিকা এবং আরব দেশের নাগরিক। লিবীয় উপকূল থেকে ৮ কিলোমিটার দূরে ওই নৌকাটি ডুবে যায়।

রাজধানী ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার পূর্বের আল খোমস শহর থেকে যাত্রা করেছিল ওই নৌকাটি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বলছে, দুর্ঘটনায় ১৫০ জন নিখোঁজ হয়েছে। এছাড়া স্থানীয় জেলেদের সহায়তায় আরও ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের লিবিয়ায় ফেরত নিয়ে গেছে উপকূলরক্ষী বাহিনী।

ইউএনএইচসিআর জানিয়েছে, চলতি বছর ভূমধ্যসাগরে এটাই সবচেয়ে বড় বিপর্যয়ের ঘটনা। এর আগে গত মে মাসে তিউনিশিয়া উপকূলে একটি নৌকা উল্টে কমপক্ষে ৬৫ জন শরণার্থী নিহত হয়। এছাড়া জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল ১৬ জনকে। চলতি বছরের প্রথম চার মাসে লিবিয়া এবং ইউরোপ রুটে পাড়ি দিতে গিয়ে ১৬৪ শরণার্থী প্রাণ হারিয়েছে।

এনএম
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি