জনসনের ব্রেক্সিট নীতি অগ্রহণযোগ্য: ইইউ
প্রকাশিত : ১২:৩৭, ২৬ জুলাই ২০১৯
নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ব্রেক্সিট নীতি অগ্রহণযোগ্য বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
পার্লামেন্টে প্রথম ভাষণে ৩১ অক্টোবরের মধ্যে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া নিয়ে যে মন্তব্য করেছেন বরিস, তার সমালোচনা করেন ইইউ নেতারা। ব্যাকস্টপ গ্যারান্টিকে অপসারণ করা অগ্রহণযোগ্য বলে জানান ব্রেক্সিট নিয়ে ইইউ’র প্রধান আলোচক মাইকেল বার্নিয়ারে।
বৃহস্পতিবার পার্লামেন্টে বরিস জনসন বলেন, প্রয়োজনে কোনও চুক্তি ছাড়াই ইইউ ছাড়বে তার দেশ। এরই মাঝে বিষয়টি নিয়ে ইউরোপীয় কমিশনের চেয়ারম্যানের সঙ্গে ফোনালাপও করেছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
আরও পড়ুন