ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

রাশিয়ায় পুতিনবিরোধী বিক্ষোভ, আটক ১৩ শতাধিক

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২২:২০, ২৮ জুলাই ২০১৯

রাজবাড়ীতে ছাত্রীদের উত্ত্যক্ত করায় দুই অভিভাবকসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ার আলহাজ আব্দুল করিম উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ভবদিয়া গ্রামের পলাশ শেখের ছেলে সোহান শেখ, রশিদ শেখের ছেলে সিয়াম শেখ, খালেক সরদারের ছেলে শিশির সরদার, দুলাল শেখের ছেলে লালন শেখ, ইউনুস হোসেনের ছেলে নাজমুল জামান, গোপালবাড়ীর নিকবর মিয়ার ছেলে তুষার মিয়া, অভিভাবক গেদা শেখের ছেলে মাসুদ শেখ ও করম আলী শেখের স্ত্রী ভানু বেগম। 

শিক্ষক, শিক্ষার্থী ও থানা পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুলে যাওয়া আসার পথে ওই বখাটেরা নিয়মিতভাবে ছাত্রীদের পথ আগলে দাঁড়ানো, ওড়না ও হাত ধরে টানাটানি ও অশ্লিল উক্তির মত ঘটনা ঘটিয়ে আসছে। বখাটেদের অভিভাবদের কাছে বিচার দেয়া হলেও উল্টো তারা ছাত্রীদেরই দোষারোপ করে। 

রাজবাড়ী থানার এসআই এনছের আলী বলেন, এদিনও একই ঘটনা ঘটানোয় স্থানীয়দের সহযোগিতায় চিহ্নিত বখাটে ও অভিভাবকদের আটক করা হয়।

এনএস/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি