ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ভিডিও

‘রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হলে হুমকি বাড়বে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ৩১ জুলাই ২০১৯

রোহিঙ্গা সংকট দীর্ঘস্থায়ী হলে প্রতিবেশি দেশগুলোতেও নিরাপত্তা ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা করছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। রাখাইনের সার্বিক পরিবেশ উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও ভুমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি। 

১৯৯৭ সালের ৬ জুন বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও থাইল্যান্ডে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে গঠিত হয় বঙ্গোপসাগরীয় দেশগুলোর বহুমাত্রিক অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা জোট বিমসটেক। পরে ভুটান ও নেপাল যুক্ত হয়ে গড়ে ওঠে পুর্ণাঙ্গ জোট।

ঢাকায় বিমসটেকের নিরাপত্তা সংলাপ ফোরামের দ্বিতীয় বৈঠক। দু’দিনের এ আয়োজনে বিমসটেকভুক্ত দেশগুলোর ১৯ প্রতিনিধিসহ যোগ দেন স্থানীয় প্রতিনিধিরা। প্রচলিত ও অপ্রচলিত আন্ত:দেশীয় ঝুঁকি মোকাবিলায় বৈঠকে উঠে আসে নানা পরামর্শ।

বৃহত্তম উপসাগর হিসেবে বঙ্গোপসাগরের সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। 

আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি বিবেচনায় গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা ইস্যু। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বলেন, এ সংকট দীর্ঘায়িত হলে নেতিবাচক প্রভাব পড়বে প্রতিবেশি দেশেও।

সন্ত্রাসবাদ ও মাদক কারবারে জড়িতদের অর্থের উৎস বন্ধেরও তাগিদ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি