ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিস ইংল্যান্ড হলেন ভারতীয় তরুণী ভাষা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

চলতি বছরের ইংল্যান্ডের সেরা সুন্দরী প্রতিযোগীতায় শিরোপার মুকুট পড়েছেন সেদেশে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত তরুণী ভাষা মুখোপাধ্যায়। গত বৃহস্পতিবারের এ মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বিজয়ের মুকুট উঠে তার মাথায়। 

পেশায় চিকিৎসক ভাষা মুখোপাধ্যায় সেরার খেতাব ছাড়াও এই প্রতিযোগিতা থেকে জিতেছেন একগুচ্ছ সম্মান। 

ডাক্তারি পড়াশুনার পাশাপাশি ভাষা বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন। ভারতে জন্ম নিলেও নয় বছর বয়সে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে পাড়ি জমান তিনি। মিস ইংল্যান্ড খেতাব জয়ের পর এবার বিশ্বসুন্দরীর প্রতিযোগীতায় অংশ নেবেন তিনি।

২৩ বছরের ভাষা ডার্বির বাসিন্দা। মেডিকেল থেকে দুটি ডিগ্রি লাভ করেছেন ভাষা। পাঁচটি ভাষায় কথা বলতে পারেন এই তরুণী। তার আইকিউ লেভেল ১৪৬, যা তাকে অফিসিয়ালি জিনিয়াসের তকমা দিয়েছে। বোস্টনের হাসপাতালে জুনিয়র চিকিৎসক হিসেব শিগগিরই চাকরি জীবন শুরু করবেন বলে জানান ভাষা।
 
আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি