ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘কাশ্মীরে যা করল বিজেপি সরকার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ৬ আগস্ট ২০১৯ | আপডেট: ১১:১৬, ৬ আগস্ট ২০১৯

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলে বিজেপি সরকারের প্রতি হতাশা প্রকাশ করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। এ সময় তিনি কাশ্মীরের সঙ্গে বাংলাকে তুলনা করে বলেন, যে কোনো সময় তাদের বাংলাকেও ভেঙে দিতে সময় লাগবে না। 

সোমবার কলকাতার মহাজাতি সদনে কমরেড মুজাফফর আহমেদের (কাকাবাবু) ১৩১তম জন্মদিনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। 

সূর্যকান্ত মিশ্র বলেন, ‘কাশ্মীরে যা করল বিজেপি সরকার, যেকোনো দিন বাংলাকে ভেঙে দিতে তাদের কত সময় লাগবে?’

তিনি বলেন, ‘গণতন্ত্র, সংবিধান ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করতে আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। এটা সংবিধান ও গণতন্ত্রের ওপর হামলা। এই সিদ্ধান্ত সম্পূর্ণ বেআইনি।’ 

রাজনৈতিক স্বার্থে বিজেপি এই পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘সংসদে নতুন বিল আনতে গেলে দুদিন আগে সবার কাছে বিলের প্রতিলিপি দিতে হয়। কিন্তু এই সরকার সেটা দেয়নি। এতে বিজেপি সরকার কাশ্মীর পরিস্থিতিকে আরও জটিল করে তুলল।’

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরকে বিশেষ সুবিধা দেওয়া সংক্রান্ত ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা গতকাল বাতিল করা হয়। একই সঙ্গে জম্মু ও কাশ্মীরকে আলাদা করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি