ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

জম্মু-কাশ্মীর বিলের তীব্র বিরোধিতায় মমতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ৬ আগস্ট ২০১৯

৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মির রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার যে বিল সরকার উপস্থাপন করেছে তার তীব্র বিরোধিতা করবে তৃণমূল কংগ্রেস। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত দলের সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল। 

মঙ্গলবার চেন্নাই যাওয়ার সময় বিমানে উড়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন মমতা।

সোমবার (৫ আগস্ট) জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়ার সাংবিধানিক ৩৭০ ধারাটি প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, জম্মু-কাশ্মীর রাজ্যকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে। যার একটি জম্মু ও কাশ্মীর, অপরটি লাদাখ।

এদিন রাজ্যসভায় ভোটাভুটির সময় এ বিলের বিরোধিতা করে রাজ্যসভা থেকে ওয়াকআউটও করে তৃণমূল কংগ্রেস।

এ প্রসঙ্গে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বলেন, সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্ত নিতে পারত সরকার। কাশ্মীর ইস্যু নিয়ে কোনও ভোট বা আলোচনা করা হয়নি। এটা গণতন্ত্র নয়। আমরা এর তীব্র বিরোধিতা করব।

একইসঙ্গে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং মেহবুবা মুফতিকে গ্রেফতারের নিন্দা করে মমতা বলেন, তারা কেউই 'সন্ত্রাসবাদী নন। 'গণতন্ত্রের স্বার্থে' তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

এনএস/কেআই


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি