ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শেষ টুইটে কাশ্মীর ইস্যু নিয়ে যা লিখেছিলেন সুষমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ৭ আগস্ট ২০১৯ | আপডেট: ০৮:৫১, ৭ আগস্ট ২০১৯

চলে গেলেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ৷ মঙ্গলবার রাতে হদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর৷

গত কয়েকদিন ধরেই কাশ্মীর নিয়ে উত্তপ্ত পরিস্থিতি৷ এর মধ্যে এমন মর্মান্তিক খবর যে আসতে পারে তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি কেউ৷

মারা যাওয়ার কয়েক ঘণ্টা আগেও ৩৭০ ধারা বিলোপ নিয়ে টুইট করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছিলেন তিনি৷

টুইট বার্তায় সুষমা লিখেছিলেন, ‘প্রধানমন্ত্রীজি আপনাকে অভিনন্দন৷ আমি আমার জীবনে এই দিনটি দেখার জন্যই প্রতীক্ষা করছিলাম৷’

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় তাকে দিল্লির এইএমস হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে যান দলীয় নেতারা।

বছর তিনেক আগে, তার কিডনি প্রতিস্থাপন করা হয়। সম্প্রতি তার শারিরীক অবস্থা ভাল ছিল না। শারিরীক কারণে, সম্প্রতি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে লেখেন, একজন স্মরণীয় নেত্রীর মৃত্যুতে ভারত শোকস্তব্ধ। অনেক দেশের সঙ্গে সম্পর্ক মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। একজন মন্ত্রী হিসেবে, আমরা তার সহানুভুতিশীল দিকটাও দেখেছি, বিশ্বের যে কোনও প্রান্তে থাকা বিপদে পড়া ভারতবাসীকে তিনি সাহায্য করেছেন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি