ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

সুষমা স্বরাজের মৃ্ত্যুতে স্মৃতি ইরানির আবেগঘন টুইট 

প্রকাশিত : ১৩:৩৬, ৭ আগস্ট ২০১৯

সাবেক পররাষ্ট্রমন্ত্রী  ও বিজেপি নেত্রী সুষমা স্বরাজের  আকস্মিক মৃত্যুতে  গভীর শোকাহত তার দল বিজেপি। অনেকেই জানিয়েছেন, বর্ষীয়ান নেত্রীর হাত ধরেই তাঁদের রাজনীতির ময়দানে পদার্পণ। এরপর সংসদ ও সরকারের অংশ হয়ে উঠাতেও তিনি ছিলেন তাদের ‘মেন্টর’। 

তাদের অন্যতম কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি । মঙ্গলবার সুষমা অসুস্থ হয়ে এইমসে ভর্তি হওয়ার খবর শোনার পর যে বিজেপির নেতা-নেত্রীরা দ্রুত হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন, স্মৃতি ছিলেন তাদের অন্যতম। সুষমার প্রয়াণে পরে যে টুইট করেন স্মৃতি তাতে ফুটে উঠেছে তার গভীর শোকের ছায়া। 

তিনি লেখেন, ‘‘আমার একটা নালিশ রইল দিদি। আপনি বাশুরিকে বলেছিলেন একটি রেস্তোরা ঠিক করতে যেখানে আপনি আমাকে নিয়ে যাবেন উদযাপনের লাঞ্চ করাতে ।  আমাদের দু'জনের কাছে করা সেই প্রতিশ্রুতি না রেখেই আপনি চলে গেলেন।''  প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ হলেন প্রয়াত নেত্রীর মেয়ে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের প্রথম পর্যায়ে সুষমা স্বরাজ ও স্মৃতি ইরানি ছিলেন মন্ত্রিসভার সদস্য। তিন বছর আগে, সুষমার কিডনি প্রতিস্থাপন হয়। শারীরিক অসুস্থতা থাকার কারণেই ২০১৯ লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি।

তাঁর মৃত্যুর পরে প্রধানমন্ত্রী টুইট করে জানান, "এমন একজন নেত্রীর প্রয়াণে গোটা ভারত মর্মাহত, তিনি তাঁর জীবন জনসেবা এবং দরিদ্রদের জীবনকে উন্নত করার জন্য উৎসর্গ করেছিলেন। সুসমা স্বরাজ এমন এক ধরণের ব্যক্তিত্ব ছিলেন, যিনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণার উৎস ছিলেন।"

উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টায় ৬৭ বছরের সুষমা স্বরাজ অসুস্থতা অনুভব করেন। ৯.৩০ টার দিকে  তাকে এইমসে নিয়ে আসা হয় অ্যাম্বুল্যান্সে। ৭০ থেকে ৮০ মিনিট চিকিৎসকদের একটি দল অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। ১০ টা ৫০ এর দিকে  তাকে মৃত ঘোষণা করা হয়।

এনএম


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি