ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সুষমার প্রয়াণে মমতার আবেগঘন টুইট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ৭ আগস্ট ২০১৯

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা সুষমা স্বরাজ। 

এই রাজনীতিবিদের মৃত্যুতে শোক জানিয়েছেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটে মমতা লেখেন, সুষমা স্বরাজের হঠাৎ প্রয়াণের খবরে গভীরভাবে শোকাহত। ১৯৯০ থেকে আমি তাকে চিনি। আমাদের আদর্শ ভিন্ন হলেও আমরা সংসদে অনেক ভাল সময় কাটিয়েছি। অসাধারণ রাজনীতিবিদ, নেত্রী, ভাল মানুষ। ওনাকে মিস করব। তার পরিবারের প্রতি সমবেদনা।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন সুষমা স্বরাজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে তার।  আজ বুধবার বিকালে ঘণ্টা তিনেক বিজেপির সদর দফতরে রাখা হবে, যাতে দলীয় কর্মী ও নেতারা তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন।
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি