ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

‘ইরান সম্পর্কে ৪০ বছর ধরে ভুল হিসাব কষেছে যুক্তরাষ্ট্র’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৫, ৮ আগস্ট ২০১৯

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন অমান্য করে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় ওয়াশিংটনেরও অনেক বেশি ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুররেজা রহমানি ফাজলি। তিনি বলেন, গত ৪০ বছর ধরে তার দেশের ব্যাপারে যুক্তরাষ্ট্র ভুল হিসাব কষে আসছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একের পর এক নানা পদক্ষেপ নিয়ে কথা বলতে গিয়ে ফাজলি এ মন্তব্য করেন।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শত্রুরা ইরানের ইসলামি সরকার বিরোধী মোনাফেকিন গোষ্ঠীর পাশাপাশি অন্যান্য সরকার বিরোধী গোষ্ঠীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইরান সম্পর্কে সিদ্ধান্ত নেয়। তারা তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করে বহু আগে ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন ঘটাতে চেয়েছিল। কিন্তু ইরানের সরকার আগের চেয়ে বেশি শক্তিমত্তা নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে টিকে আছে।

ফাজলি বলেন, তার দেশের জনগণ মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এ ছাড়া, নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইরান সরকার প্রয়োজনীয় পরিকল্পনা হাতে নিয়েছে যার সাফল্য আসতে শুরু করেছে।

সূত্র: পার্সটুডে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি