ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কাশ্মীরি ইস্যুতে আজ ভাষণ দেবেন মোদী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ৮ আগস্ট ২০১৯

ভারত সোমবার জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে। রাজ্যসভায় পাশ হয় ৩৭০ ধারা বিলোপের প্রস্তাব। পরে এটি মঙ্গলবার লোকসভাতেও পাশ হয়। ৩৭০ ধারা বিলোপ নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি।

রাজ্যের পরিবর্তে জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চল তৈরি করা সম্পর্কে ব্যাখ্যা দিতেই আজ ভারতীয় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিকে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের কারণে ক্ষুব্দ পাকিস্তান। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে ইসলামাবাদ।

হামলার আশঙ্কায় নিজেদের আকাশসীমা আংশিক বন্ধ করে দিয়েছে তারা। ৫ সেপ্টেম্বর পর্যন্ত আংশিক বন্ধ থাকবে পাকিস্তানের আকাশপথ। ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করেছে পাকিস্তান।

এর আগে ২৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদী। ওই দিন ভারতের উপগ্রহ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র (এ-স্যাট) প্রদর্শন উপলক্ষে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়েছিলেন তিনি। 

এনএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি