ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মহারাষ্ট্রে বন্যায় ১৬ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ৮ আগস্ট ২০১৯

ভারতের মহারষ্ট্রে বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। ভারি বৃষ্টিপাতে নদনদীর পানি উপচে পাঁচটি জেলা প্লাবিত হয়ে বহু লোক পানিবন্দি হয়ে পড়েছেন। এ পর্যন্ত এক লাখ ৪০ হাজারেরও বেশি লোককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

কিছু জেলায় এক সপ্তাহে ৬৭০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার পর কয়েকটি বাঁধে অতিরিক্ত পানি জমা হলে কর্তৃপক্ষ পানি ছেড়ে দেয়। এতে ওই এলাকার নদীগুলোতে বন্যা দেখা দেয়।

এসব জেলার জলাধারগুলো পূর্ণ হয়ে গেছে বলে জানান পুনে অঞ্চলের বিভাগীয় প্রশাসক দীপক মহাইসকর। বলেন, অতিরিক্ত বৃষ্টিপাত হলে নদীতে পানি ছেড়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনও উপায় থাকে না।

অন্যদিকে, মুম্বাই ও ব্যাঙ্গালোরের মধ্যবর্তী একটি মহাসড়কের কয়েকটি অংশ ডুবে গেছে। ফলে ওই মহাসড়কে হাজার হাজার ট্রাক আটকা পড়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি