ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নরওয়ের মসজিদে হামলায় গুলিবিদ্ধ ১ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৮, ১০ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

নরওয়ের রাজধানী অসলোর একটি মসজিদে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। শনিবার এই হামলায় একজন গুলিবিদ্ধ হওয়ার পর সন্দেহভাজন হামলাকারীকে আটকের কথা জানিয়েছে পুলিশ। 

অসলো পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে। ওই ব্যক্তির অবস্থা এখনও জানা যায়নি। এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পুলিশ ওই এলাকায় কাজ করছে’। সন্দেহভাজন হামলাকারী সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। তাদের দাবি এই ঘটনায় আরও ব্যক্তি জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যায়নি।

অসলোর বায়িরাম এলাকার আল নুর ইসলামিক সেন্টারে এই হামলার ঘটনা ঘটে।  মসজিদের প্রধান ইরফান মুসতাক স্থানীয় পত্রিকা বুদসটিক্কাকে বলেন, আমাদের এক সদস্যকে হেলমেট ও ইউনিফর্মধারী এক শ্বেতাঙ্গ গুলি করেছে। তিনি জানান, সন্দেহভাজন হামলাকারীর কাছে দুটি শটগান ধরণের অস্ত্র ও একটি পিস্তল ছিল। একটি কাঁচের দরজা ভেঙে প্রবেশ করে গুলি চালানো শুরু করে ওই ব্যক্তি। তবে খুব তাড়াতাড়ি তাকে নিষ্ক্রীয় করে মসজিদের অপর এক সদস্য। এই ঘটনায় নামাজের জন্য আসা ৭৫ বছর বয়সী এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

প্রসঙ্গত, গত ১৫ মার্চ নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত হয় অন্তত ৫০ জন মানুষ। অস্ট্রেলিয় এক শ্বেতাঙ্গ আধিপত্যবাদীর চালানো হামলায় আক্রান্ত হয় শহরের হাগলি পার্কমুখী সড়ক ডিনস এভিনিউতে আল নুর মসজিদ এবং লিনউডের আরেকটি মসজিদ। হামলাকারী বন্ধুকধারী তার হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ প্রচার করেছিলো। 

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি