ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাশ্মির ইস্যু নিয়ে  ইরানের সহযোগিতা চাইলেন পাকিস্তান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ১১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

কাশ্মির সংকটের শান্তিপূর্ণ সমাধানে সহযোগিতা করার জন্য ইরানসহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে পাকিস্তান। নয়াদিল্লি কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করার পর ওই অঞ্চল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ আহবান জানাল ইসলামাবাদ। (খবর পার্স টুডে)

শনিবার পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার আসাদ কায়সার ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানির সঙ্গে এক টেলিফোনালাপে তেহরানের প্রতি এই আহবান জানান। এ সময় দুই স্পিকার কাশ্মিরের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।

টেলিফোনালাপে কাশ্মিরে চলমান উত্তেজনা প্রশমনে ইরান তার আঞ্চলিক ও আন্তর্জাতিক সক্ষমতাকে কাজে লাগাবে বলে আসাদ কায়সার আশা প্রকাশ করেন। তিনি ইরানকে বন্ধু ও ভ্রাতৃপ্রতীম দেশ হিসেবে উল্লেখ করে বলেন, পাকিস্তানের কঠিন সময়গুলোতে পরামর্শ করার জন্য ইসলামাবাদ অতি গুরুত্ব দিয়ে তেহরানের সঙ্গে যোগাযোগ করে।

এ সময় ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি কূটনৈতিক উপায়ে কাশ্মির সংকট সমাধানের আহবান জানান। ইরান কাশ্মির পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে জানিয়ে লারিজানি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মির সংকট সমাধানের পক্ষে তেহরান সব সময় জোরালো আহ্বান জানিয়ে এসেছে।

ইরান ও পাকিস্তানের পার্লামেন্ট স্পিকারদের পাশাপাশি দু’দেশের সেনাপ্রধানও শনিবার কাশ্মির ইস্যু নিয়ে টেলিফোনে আলোচনা ও মতবিনিময় করেন।

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি