ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ফিলিস্তিনে ঈদ জামাতে ইসরাইলের হামলায় আহত ১৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ১৩ আগস্ট ২০১৯

পবিত্র আল আকসা মসজিদে গত রোববার ঈদুল আজহার নামাজের সময় মুসল্লিদের ওপর অতর্কিতে হামলা চালায় ইহুদিবাদী দেশ ইসরাইল।  এতে কমপক্ষে ১৪ ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিন লক্ষাধিক মুসল্লি আল আকসায় ঈদ জামাতে শামিল হলে ইসরাইলি বাহিনী তাদের ওপর টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। খবর আরব নিউজের।

ইসরাইলি কর্তৃপক্ষ মসজিদ প্রাঙ্গণে উগ্রবাদী ইহুদিদের ঢুকার অনুমতি দেয়ার পর থেকেই এখানে সংঘর্ষ নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

কট্টরপন্থী ইহুদীরা চাচ্ছে পবিত্র এ মসজিদ ভেঙে এখানে একটি সিনাগগ নির্মাণ করতে। তাদের এ উসকানিমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা।

মসজিদের জর্ডান বংশোদ্ভূত ইমাম খলিল আশালি বলেন, ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে পবিত্র এ মসজিদটি অবরোধ করে রেখেছে ইসরাইলি বাহিনী। তখন থেকেই মুসল্লিদের ওপর বর্বরতা চালিয়ে যাচ্ছে।

এনএম


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি