ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাশ্মীরে বিধিনিষেধ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৪, ১৩ আগস্ট ২০১৯ | আপডেট: ১০:১৬, ১৩ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্তে উত্তাল কাশ্মীর। ভারত নিয়ন্ত্রিত অঞ্চলটির বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যে মামলা করা হয়েছে দেশটির সুপ্রিম কোর্টে তার শুনানি আজ মঙ্গলবার। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

কংগ্রেসকর্মী তেহসিন পুনাওয়ালার করা আবেদনটির শুনানি হবে তিন বিচারপতির বেঞ্চে। এই বেঞ্চের শীর্ষে রয়েছেন বিচারপতি অরুণ মিশ্র। অন্য দুই বিচারপতি হলেন এম আর শাহ এবং অজয় রাস্তোগী।

এ ছাড়াও কাশ্মীর টাইমসের একজিকিউটিভ এডিটর অনুরাধা ভাসিন অন্য একটি মামলাও দায়ের করেছেন। ৩৭০ ধারা সম্পর্কিত সিদ্ধান্ত ঘোষণার পর কর্মরত সাংবাদিকদের ওপর যে বিধিনিষেধ জারি করা হয়েছে তা প্রত্যাহার করার কথা বলা হয়েছে ওই মামলায়। সুপ্রিম কোর্টে সে মামলার দ্রুত শুনানির জন্য বলা হতে পারে।

পুনাওয়ালা বলেন, তেহসিন পুনাওয়ালার ৩৭০ ধারা সম্পর্কে কোনও মতামত রাখছেন না, কিন্তু কারফিউ বা বিধিনিষেধ প্রত্যাহার চাইছেন। একইসঙ্গে জম্মু কাশ্মীরজুড়ে যেভাবে ফোনলাইন, ইন্টারনেট ও নিউজ চ্যানেল সম্প্রচার বন্ধ রাখা হয়েছে, সে নির্দেশ তুলে নেয়া হোক চাইছেন তিনি।

এ ছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মেহবুবা মুফতিসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সুপ্রিম কোর্ট মুক্তি দেয়ার আদেশ দিক, এমনটাই বলা হয়েছে পুনাওয়ালার আবেদনে।

পুনাওয়ালার দাবি, কেন্দ্র যে সিদ্ধান্তগুলো নিয়েছে তা সংবিধানের ১৯ ও ২১ নং অনুচ্ছেদের পরিপন্থী।

উল্লেখ্য, গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরকে দেয়া বিশেষ সুবিধা বাতিল করে ভারতের বিজেপি নেতৃত্বাধীন সরকার। দেশটির সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে জম্মু ও কাশ্মীরকে দেয়া বিশেষ সুবিধা বাতিল করে এটির রাজ্যের মর্যাদা কেড়ে নেয়া হয়। পাশাপাশি জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা দেয়া হয়। এ জন্য কাশ্মীরে বিপুলসংখ্যক বাড়তি সামরিক বাহিনীর সদস্য মোতায়েন ও কাশ্মীরিদের জনজীবনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে ভারত।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি