ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

বন্যায় টিনের চালে আশ্রয় নেয়া কুমিরের ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫২, ১৩ আগস্ট ২০১৯ | আপডেট: ১১:৫৪, ১৩ আগস্ট ২০১৯

ভারতে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কর্ণাটকের বেলগাম এলাকা। চারদিকে বন্যার থই থই পানি। এরই মধ্যে নাক পর্যন্ত ডুবে থাকা একটি বাড়ির ছাদে আয়েশি ভঙ্গিতে আশ্রয় নেয়া একটি জ্বলজ্যান্ত কুমিরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খবর দ্যা হিন্দুস্তান টাইমসের।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাড়ির ছাদে বসে রয়েছে এক বিশাল আকারের কুমির। চারপাশে থইথই করছে পানি। এমনকী যে বাড়ির ছাদে কুমিরটি আশ্রয় নিয়েছে, সেই বাড়ির বাকিটা অংশ পুরোটাই পানির নিচে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ১৫ সেকেন্ডের ওই ভিডিও।

কয়েকদিন আগে গুজরাতের ভদোদরার রাস্তাতেও দেখা মিলেছিল কুমিরের। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল- রাস্তার জমা থাকা পানিতে উঁকি দিচ্ছে একটি কুমির।

সামনে থাকা দুটি নেড়ি কুকুরকে শিকার করার জন্যও এগিয়ে যায় কুমিরটি। তবে অল্পের জন্য বেঁচে যায় কুকুর দুটি।

কেবল ভদোদরা নয়, গুজরাতের বিভিন্ন এলাকায়ই পানিতে ডুবে থাকা রাস্তায় ঘুরতে দেখা গিয়েছে কুমিরদের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি