ঢাকা, মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪

আজ কাশ্মীর যাচ্ছেন ইমরান খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ১৪ আগস্ট ২০১৯ | আপডেট: ১২:০০, ১৪ আগস্ট ২০১৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর যাচ্ছেন। কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানাতে বুধবার (১৪ আগস্ট) দেশটির নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের অংশে যাচ্ছেন তিনি।

এদিন পাকিস্তান ঘোষিত কাশ্মীর সংহতি দিবসে মোজাফফরাবাদের অ্যাসেম্বলিতে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

দেশটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়েছে, ১৪ আগস্ট কাশ্মীরিদের সঙ্গে সংহতি জানিয়ে স্বাধীনতা দিবস পালনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সে উপলক্ষ্যে প্রধানমন্ত্রী ইমরান খান আজাদ কাশ্মীর সফর করবেন।

এসময় তিনি আজাদ কাশ্মীরের ন্যাশনাল অ্যাসেম্বলিতে কাশ্মীর সংকট নিয়ে দিকনির্দেশনামূলক বক্তৃতা দেবেন।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) কাশ্মীরের স্বায়ত্বশাসন ও বিশেষ মর্যাদা বাতিলের পর ১৪ আগস্ট দেশের স্বাধীনতা দিবসে ‘কাশ্মীর সংহতি দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়।

অপরদিকে কাশ্মীরিদের বিশেষ মর্যাদা বাতিলের প্রতিবাদে ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসকে ‘কালো দিবস’ হিসেবে পালন করবে পাকিস্তান।

এদিকে কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস ও দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক স্থগিত করেছে পাকিস্তান।

ভারতের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে যে কোনো ধরনের লড়াইয়ে কাশ্মীরি জনগণকে রাজনৈতিক,কূটনৈতিকসহ সর্বপ্রকারের সহায়তা দেওয়ারও ঘোষণা দিয়েছে পাকিস্তান।

উল্লেখ্য, গত ৫ আগস্ট নরেন্দ্র মোদির সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা (ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ) বাতিল করে দিয়েছে। একই সঙ্গে জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছে।

তথ্যসূত্র: ডন

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি