ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

‘কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হবে কাল থেকে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ১৪ আগস্ট ২০১৯

আগামীকাল ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের পর ধীরে ধীরে কাশ্মীর উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

আগামী ১২ থেকে ১৪ অক্টোবর কাশ্মীরে প্রথম আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। তাই দ্রুত কারফিউ তুলে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইছে নয়াদিল্লি। এরই মধ্যে উপত্যকার বিভিন্ন প্রান্তে স্বাধীনতা দিবসের প্রস্তুতি চলছে।

এদিকে আগামী বছরের মার্চে কাশ্মীরের বিধানসভার নির্বাচনের উদ্যোগ নিয়েছে ভারত। এ লক্ষ্যে নতুন পাশ হওয়া জম্মু কাশ্মীর পুনর্গঠন আইনের সীমা খতিয়ে দেখা শুরু করেছে দেশটির নির্বাচন কমিশন।

মঙ্গলবার রাতে এক সাক্ষাৎকারে কাশ্মীরের জনগণের উন্নয়নে সরকার কাজ করে যাবে বলে আবার প্রত্যয় ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি