কাতারে নতুন সামরিক ঘাঁটি নির্মাণ করছে তুরস্ক
প্রকাশিত : ০৮:৪১, ১৬ আগস্ট ২০১৯
কাতারে নতুন আরো একটি সামরিক ঘাঁটি উদ্বোধন করতে যাচ্ছে তুরস্ক। এই শরৎতেই এটির উদ্বোধন করা হবে বলে জানানো হয়েছে।
তুরস্কের দৈনিক পত্রিকা ‘হুরিয়াত’ জানিয়েছে, রাজধানী দোহার দক্ষিণে কাতার-তুর্কি যৌথ কমান্ড সেন্টার হিসেবে পরিচিত তারিক ইবনে জিয়াদ সামরিক ঘাঁটির কাছেই তুরস্ক একটি নতুন ঘাঁটি নির্মাণ করেছে।
দোহার ওপর সৌদি নেতৃত্বাধীন দেশগুলোর অবরোধের মাঝেই যখন দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে তখন এ খবর এলো।
সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, ‘কাতারে সামরিক ঘাঁটির পরিধি বাড়ানো হচ্ছে। তারিক ইবনে জিয়াদের পাশেই নতুন সামরিক ঘাঁটি নির্মাণ করা হচ্ছে। কাতারে তুর্কি সেনার সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে বলেও হুরিয়াত জানিয়েছে।’
কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আল থানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানের উপস্থিতিতে আগামী শরৎ কালের মধ্যেই নুতন সামরিক ঘাঁটির শুভ উদ্বোধনের বিষয়ে দুই দেশের কর্মকর্তা এখন আলোচনা করছেন বলেও সংবাদ মাধ্যমটি জানিয়েছে।
তথ্যসূত্র: পার্সটুডে
এমএইচ/
আরও পড়ুন