ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গ্রিনল্যান্ড কিনতে চান ডোনাল্ড ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ১৭ আগস্ট ২০১৯

ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) হোয়াইট হাউজ কাউন্সিলের একজন কর্মকতা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে দ্বীপটির সরকার শুক্রবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে গ্রিনল্যান্ড বিক্রি করা হবে না বলে জানিয়ে দিয়েছেন।

দ্য ওয়াল্ড স্ট্রিট জার্নালে ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চান এ বিষয়ে প্রথম সংবাদ প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, একটি মিটিং ও ডিনারে ট্রাম্প বিষয়টি ‍উত্থাপন করেন। দ্বীপটি কেনার সম্ভাবনা ও সুবিধা সম্পর্কে আলোচনাও মনোযোগ দিয়ে শোনেন।

তবে গ্রিনল্যান্ড কিনার আগ্রহের বিষয়টিকে অনেকে ট্রাম্পের পাগলামি বলে অভিহিত করেছেন।

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি