ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

লাইফ সাপোর্টে সাবেক অর্থমন্ত্রী, হাসপাতালে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩০, ১৭ আগস্ট ২০১৯

ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি দিল্লির এআইআইএমএস হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায়
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক ধারনা শর্ট সার্কিটের মাধ্যমেই আগুন লেগেছে ৷

আজ শনিবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিউজ এনডিটিভির 

গণমাধ্যটিতে উল্লেখ্য করা হয়েছে, স্থানীয় সময় বিকাল ৫টার দিকে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালের ইমারজেন্সি ওয়ার্ডের দোতলা ও তিন তলায় আগুন লাগে। পরে ওই আগুন পাঁচতলা পর্যন্ত পৌঁছে যায়। আগুন ছড়িয়ে পড়লে হাসপাতালের বিভিন্ন অংশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। 

অগ্নিকাণ্ডের সূত্রপাতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশের প্রাথমিক ধারনা শর্ট সার্কিটের মাধ্যমেই আগুন লেগেছে ৷ দিল্লি পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৫টি ফায়ার ইঞ্জিন কাজ করছে । অগ্নিনির্বাপন কর্মীদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার পর হাসপাতালে ভর্তি রোগীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। লিফট বন্ধ থাকায় সিঁড়ি দিয়ে নামানো হচ্ছে রোগীদের ৷

 টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি