ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ভারতে বাস ট্রাক সংঘর্ষ, নিহত ১৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৩, ১৯ আগস্ট ২০১৯ | আপডেট: ১৪:৫৯, ১৯ আগস্ট ২০১৯

ভারতের মহারাষ্ট্রে বাস-ট্রাক সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া এতে আহত হয়েছেন আরও ৩৫ জন।

খবর এএনআই'র। দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়ে মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে।

খবরে উল্লেখ্য করা হয়েছে, রবিবার রাত সাড়ের ১০ টা নাগাদ মহারাষ্ট্রের ঢুল জেলার নিমগুল গ্রামে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে। সিনিয়র পুলিশ ইন্সপেক্টর হেমন্ত পাতিল জানিয়েছেন, ‘প্রবল গতিতে থাকা ট্রাকটি বাসের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।

ঢুলের অতিরিক্ত পুলিশ সুপার রাজু ভুজবল জানিয়েছেন, মৃতদের পরিবারকে ১৫ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের ১ হাজার টাকা করে দেওয়া হবে।

টিআর/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি