ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ১৯ আগস্ট ২০১৯

প্রবল বৃষ্টির কারণে রোববার ভারতের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাবে কমপক্ষে ২৮ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আরও অন্তত ২২ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, রোববারের বৃষ্টির জন্য শুধু হিমাচল প্রদেশে ২২ জন মারা গেছেন এবং নয়জন আহত হয়েছেন।

আধিকারিকদের দেওয়া তথ্যানুসারে, সিমলায় ৯ জন এবং সোলানে ৫ জন মারা গেছেন। এছাড়া কুলু, সিরমৌর ও চম্বায় ২ জন করে এবং ওনা ও লাহৌল-স্পিতি জেলায় একজন করে মারা যাওয়ার খবর আছে।

অন্যদিকে, যমুনা ও অন্যান্য উপনদীতে পানির স্তর বৃদ্ধি পাওয়ায় দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং উত্তর প্রদেশে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। দিল্লিতে বন্যার সম্ভাবনা দেখা যাওয়ার ফলে, সরকার রোববার দেশটির রাজধানীতে বন্যার সতর্কতা জারি করেছে। এর পাশাপাশি নিচু অঞ্চলে বসবাসরত লোকদের সেখান থেকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজ চলছে।

আধিকারিক সূত্রে জানানো হয়েছে, রোববার সন্ধ্যায় যমুনার পানিস্তর ২০৩.৩৭ মিটার পর্যন্ত পৌঁছে গেছে, সোমবার পর্যন্ত তা ২০৭ মিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি