ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পদত্যাগ করছেন ইতালির প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ২১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

পদত্যাগের ঘোষণা দিলেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্টে। তার নেতৃত্বাধীন জোট সরকারের অংশীদার ও স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার পর এমন ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে সিনেটরদের উদ্দেশে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।

দেশটির সংসদের এই রাউন্ড বিতর্ক শেষ হলেই প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন কন্টে। সেখানেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে এ সরকারের সঙ্গে তার অভিজ্ঞতার কথা প্রেসিডেন্টকে জানাবেন এবং তার কাছে পদত্যাগ পত্র প্রদান করবেন।

সরকার গঠনের মাত্র ১৪ মাসের মাথায় এমন রাজনৈতিক টানাপোড়নে পড়েছে ইতালির জোট সরকার। এমনিতেই অর্থনৈতিক মন্দার কারণে ইউরোপের দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না ইতালি। তার উপর প্রধানমন্ত্রীর এই সাম্প্রতিক পদত্যাগের ঘোষণা দেশটিকে নতুন সংকটের দিকে ঠেলে দিল।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি