ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইয়েমেন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ২১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের তৈরি উন্নত ড্রোন এমকিউ-নাইন বুধবার ভোরে ভূপাতিত করেছে ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বিভাগ। সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী ড্রোনটি ইয়েমেনের আকাশে পাঠিয়েছিল। ইয়েমেনের সামরিক বাহিনী এই তথ্য জানায়।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক সংবাদ সম্মেলনে বলেন, ধামার প্রদেশের আকাশে ওড়ার সময় মার্কিন ড্রোনটিকে ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত করা হয়েছে। এর ফলে তা ভূপাতিত হয়। ইয়েমেনিদের নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্রের সাহায্যে এটি ভূপাতিত করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, সৌদি আরব আমেরিকার তৈরি ড্রোনটি ইয়েমেনিদের বিরুদ্ধে ব্যবহার করছিল। ড্রোন ধ্বংসের কাজে যে মডেলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা খুব শিগগিরই সবার সামনে প্রদর্শন করা হবে তিনি জানান।

তিনি বলেন, আগ্রাসীদের উচিত ইয়েমেনের আকাশ সীমা লঙ্ঘন থেকে পুরোপুরি বিরত থাকা।  এর আগে গত মে মাসে আমেরিকার তৈরি ড্রোন এমকিউ-ওয়ান ধ্বংস করে ইয়েমেনির সামরিক বাহিনী।

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি