ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

মক্কায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু

মোহাম্মদ ফিরোজ, সৌদিআরব প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৭, ২২ আগস্ট ২০১৯ | আপডেট: ০৯:০৯, ২২ আগস্ট ২০১৯

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের  এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুইজন। গতকাল বুধবার বিকেলে মক্কায় পবিত্র মিনা নগরীতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মক্কায় পবিত্র মিনা নগরীর ওভার ব্রিজ  থেকে নামার সময় গাড়ি ব্রেকফেইল করে ব্রিজের পিলারের সাথে জোরে আঘাত লাগলে এই দুর্ঘটনা ঘটে। এতে মোশারফ হোসেনের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরো ২ জন। 

নিহত মোশারফ হোসেন (২৮) কিশোরগঞ্জ জেলার, পাকুন্দিয়া  উপজেলার বরুদিয়া ইউনিয়নের  ইউসূফ  আলীর ছেলে।

আহতদের উদ্ধার করে মক্কার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তার। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

এনএম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি