ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চীনে ভূমিধসে ৯ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৯, ২২ আগস্ট ২০১৯

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের স্বায়ত্বশাসিত একটি অঞ্চলে একের পর এক ভূমিধসে ৯ জনের প্রাণহানি ঘটেছে। এতে এখনো ৩৫ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

স্থানীয় কর্মকর্তারা আরও জানান, আকস্মিক বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে ৩৩ বছর বয়সী একজন দমকল কর্মী রয়েছেন।

সিচুয়ান প্রদেশের দমকল ও উদ্ধার কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, অপর এক দমকল কর্মীকে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় আরও ছয়জন আহত হওয়ার কথা জানানো হয়েছে। এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পার্বত্য আবা তিব্বতের ও কিয়াং স্বায়ত্বশাসিত অঞ্চলের ওয়েনচুয়ান থেকে লক্ষাধিক মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

ভূমিধস ও প্রবল বর্ষণের কারণে হাজার হাজার বাড়িতে পানি এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এছাড়া এ দুর্যোগে অনেক সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুর সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তারা জনপ্রিয় এ পর্যটন অঞ্চল থেকে পর্যটকদের সরিয়ে নিতে ২০ টি বাস ও দু’টি হেলিকপ্টার পাঠিয়েছে।

সিনহুয়া জানায়, এ প্রাকৃতিক দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি