ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

‘ইরানের পাল্টা জবাবে আমেরিকা ও ইসরাইল বিস্মিত হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ২৫ আগস্ট ২০১৯

‘ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা কোনো কাপুরুষতা দেখালে তেহরান তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেবে’- বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল কাসেম তাকিযাদে।

তিনি শনিবার তেহরানের ‘মালেক আশতার’ সামরিক শিল্প বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ সতর্কবাণী উচ্চারণ করেন।

ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী তার দেশের সামরিক সক্ষমতা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘ইরানে তৈরি সামরিক বাহিনীর অন্যান্য যুদ্ধাস্ত্রগুলো আমেরিকায় তৈরি যুদ্ধাস্ত্রের চেয়ে শতকরা ২০ ভাগ বেশি নিখুঁত ও ধ্বংস ক্ষমতাসম্পন্ন।’

জেনারেল তাকিযাদে বলেন, ‘দেশে অভ্যন্তরীণভাবে তৈরি সকল সামরিক সক্ষমতা ও সমরাস্ত্র শত্রুর হুমকি মোকাবিলায় ইরানের সামরিক বাহিনীর প্রয়োজনের নিরিখে তৈরি করা হয়েছে।’
তিনি জানান, তার দেশ বর্তমানে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির দিক দিয়ে বিশ্বের ছয়টি দেশের কাতারে শামিল হয়েছে। এ ছাড়া, অত্যাধুনিক ট্যাংক নির্মাণের দিক দিয়ে ইরান এখন বিশ্বের প্রধান চারটি দেশের একটিতে পরিণত হয়েছে।

জেনারেল তাকিযাদে আরো বলেন, ‘শত্রুর হুমকির কথা বিবেচনা করে ইরান ১,৮০০ কিলোমিটার পর্যন্ত পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে।’

তিনি বলেন, ইরানে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র আমেরিকায় তৈরি একই ধরনের ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কাজেই আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল যদি ইরানে হামলা চালানোর বিন্দুমাত্র কাপুরুষতা দেখায় তাহলে তেহরানের পাল্টা জবাব দেখে তারা বিস্মেত হবে।’

সূত্র : পার্সটুডে

এসএ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি