ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নিষেধাজ্ঞার মধ্যেই কাতারে জাহাজ পাঠাচ্ছে ইরান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৩, ২৫ আগস্ট ২০১৯

বাণিজ্যিক লেনদেন বাড়ানোর লক্ষ্যে প্রথমবারের মতো কাতারের সঙ্গে জাহাজ চলাচল শুরু করতে যাচ্ছে তেহরান। ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহারের শীর্ষ জাহাজ চলাচল বিষয়ক কর্মকর্তা সিয়াভোশ আর্জমান্দযাদে রোববার এ তথ্য জানিয়ে বলেছেন, চলতি মাসের শেষদিকে ‘গ্র্যান্ড ফেরি’ নামক একটি জাহাজ কাতারের হামাদ বন্দর ও ইরানের বুশেহার বন্দরের মধ্যে চলাচল করবে।

তিনি বলেন, ইরান থেকে কাতারে নানা ধরনের পণ্য বিশেষ করে হিমায়িত খাদ্যদ্রব্য পরিবহণ করবে এই জাহাজ। ইরানের এই কর্মকর্তা বলেন, আকাশপথে পণ্য পরিবহনের উচ্চ মূল্যের কথা বিবেচনা করে এই পদক্ষেপ নেয়া হয়েছে এবং এর ফলে ইরান ও কাতারের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে নয়াদিগন্তের সূচনা হবে।

ইরানের ‘কারানে লাইন্স’ কোম্পানির জাহাজ ‘গ্র্যান্ড ফেরি’ একসঙ্গে ১,৬০০ যাত্রী এবং কন্টেইনার আকারে ২,০০০ টন পণ্য পরিবহন করতে পারে। জাহাজটি চালু হলে দু’দেশের মধ্যে পণ্য পরিবহনের পাশাপাশি দ্বিপক্ষীয় পর্যটন শিল্পেরও বিকাশ হবে বলে ধারনা করা হচ্ছে।

এর আগে ২০১৭ সালের জুন মাসে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। নিষেধাজ্ঞা আরোপের কয়েকদিনের মধ্যেই খাদ্যদ্রব্যের তীব্র ঘাটতি দেখা দেয় ২৭ লাখ জনসংখ্যা অধ্যুষিত কাতারে। পারস্য উপসাগর তীরবর্তী ছোট এই দেশটির প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়।

চার আরব দেশের নিষেধাজ্ঞার মুখে কাতারকে সাহায্য করতে এগিয়ে আসে ইরান। তেহরান থেকে আকাশপথে ব্যাপকভাবে খাদ্যদ্রব্যের চালান পাঠানো হলে কাতারের জনগণের মধ্যে ফিরে আসে স্বস্তি। তখন থেকেই গত দুই বছরেরও বেশি সময় আকাশপথে পণ্য পাঠিয়েছে ইরান। তবে এবার সাগরপথে বাণিজ্যিক লেনদেন শুরু হলে দু’দেশই উপকৃত হবে বলে আশা প্রকাশ করেছে তেহরান ও দোহা। সূত্র- পার্সটুডে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি