ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কাশ্মীরিদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩০, ২৫ আগস্ট ২০১৯

ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের জনগণকে দেশটির কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন অঞ্চলটির প্রখ্যাত নেতা সাইয়্যেদ আলী শাহ গিলানী। কাশ্মীরের জনগণের কণ্ঠরোধ করার জন্য দিল্লী সরকার যখন বিভিন্নভাবে বলপ্রয়োগ করার চেষ্টা করছে তখনই এ আহ্বান জানান তিনি।

রোববার এক বিবৃতিতে সাইয়্যেদ আলী শাহ গিলানি বলেন, স্থানীয় কাশ্মীরি জনগণের উচিত তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রাখা। একইসঙ্গে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ ধারা বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

বিতর্কিত কাশ্মীর অঞ্চলে নয়া দিল্লীর বল প্রয়োগের নীতির কড়া সমালোচনা করেন সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের প্রধান নেতা। পাশাপাশি কাশ্মীরের জনগণের বাক স্বাধীনতা রুদ্ধ করে দেয়ার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের চেষ্টা সত্ত্বে জনগণের প্রতিবাদ দিনদিন তীব্র থেকে তীব্রতর হবে বলেও উল্লেখ করেন গিলানি।

গিলানি বলেন, কেন্দ্রীয় সরকার চলতি মাসের শুরু থেকে কাশ্মীরের সাধারণ জনগণের কেবল সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করেনি, তারা কোনও পূর্ব ঘোষণা ছাড়াই স্থানীয় সংবাদ মাধ্যমের ওপর অবরোধ আরোপ করেছে। 

তিনি আরও বলেন, ভারতীয় সেনাবাহিনীর নির্যাতন, হত্যা এবং হাজার হাজার যুবকদের গ্রেফতারের কোনও খবরই প্রকাশ করা হচ্ছে না। সাধারণ জনগণ তাদের আত্মীয় স্বজনদের সম্পর্কে কোনও খোঁজ খবর রাখতে পারছে না। 
গিলানি বলেন, নির্যাতনকারীরা হয়ত সত্যকে লুকানোর অপচেষ্টা চালাচ্ছে। তবে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। মানুষ একদিন এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেই। সূত্র- পার্সটুডে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি