ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সুদানে বৃষ্টিপাত ও বন্যায় ৬২ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ২৬ আগস্ট ২০১৯

সুদানে ভারী বৃষ্টিপাত ও বন্যায় অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। 

জানা যায়, উত্তর আফ্রিকার দেশটিতে গত জুলাই থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে। এতে ১৫টি রাজ্যের দুই লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় হোয়াইট নীল এলাকা। জাতিসংঘ জানিয়েছে, বন্যায় অন্তত ৩৭ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

অক্টোবর মাস জুড়েও বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকার সম্ভবনা রয়েছে। এ কারণে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি