ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রুশ যুদ্ধবিমান কিনছে তুরস্ক!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ৩১ আগস্ট ২০১৯ | আপডেট: ০৮:৪৫, ৩১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

রুশ যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। এ নিয়ে চলছে দুই দেশের উচ্চ পর্যায়ের আলোচনা।

এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেন, রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই এসইউ-৫৭ কেনার জন্য মস্কোর সঙ্গে আলোচনা চলছে।

গতকাল শুক্রবার (৩০ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট রুশ মন্ত্রীদের সঙ্গে আলোচনা করছেন তুর্কি মন্ত্রীরা।

মস্কোর বাইরে অনুষ্ঠিত বিমানমেলায় পঞ্চম প্রজন্মের রুশ বিমান নিজে দেখার কয়েকদিন পরই এ কথা জানালেন এরদোগান। মস্কো এ বিমানমেলায় প্রথমবারের মতো এসইউ-৫৭’র প্রদর্শনীযোগ্য মডেল উন্মোচন করা হয়।

ন্যাটো সদস্য দেশ তুরস্কের কাছে আমেরিকা এফ-৩৫ বিক্রি করতে অস্বীকার করাকে কেন্দ্র করে রাশিয়ার যুদ্ধবিমানের দিকে ঝুঁকতে শুরু করেছে আঙ্কারা। মার্কিন তীব্র চাপকে অস্বীকার করে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার পর দেশটির ওপর মার্কিন নানামুখী চাপ বাড়তে থাকে।

অবশ্য, মার্কিন এসব চাপকে পাত্তাই দিচ্ছে না তুরস্ক। তুর্কি কর্মকর্তারা বলছেন, নিজ পছন্দমতো দেশ থেকে অস্ত্র কেনার স্বাধীনতা আঙ্কারার আছে।

এমএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি