কাশ্মীরে গণভোটের আহ্বান ওআইসির
প্রকাশিত : ১৯:৪৪, ২ সেপ্টেম্বর ২০১৯
কাশ্মীরের বিশেষ মর্যাদার প্রতি সমর্থন জানিয়েছে হয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। এক বিবৃতিতে ওআইসি জানায়, এই মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত তবে সম্প্রতি ভারতের নরেন্দ্র মোদি সরকার তা বাতিল করেছে।
জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর ভারত সরকার বিষয়টিকে তাদের অভ্যন্তরীণ ব্যাপার বলে যে দাবি করে আসছিল ওআইসির বিবৃতি তাকে অস্বীকার করল।
বিবৃতিতে বলা হয়েছে, মহাসচিবের কার্যালয় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের প্রতি নতুন করে সমর্থন ব্যক্ত করেছে এবং কাশ্মীর সমস্যার সমাধানের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে গণভোট অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে। পাশাপাশি ওআইসি কাশ্মীরের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে।
একইসঙ্গে কাশ্মীরে ভারত সরকার যে কারফিউ জারি করেছে তা দ্রুত প্রত্যাহার করার আহ্বান জানানো হয়েছে ওআইসির বিবৃতিতে। কাশ্মীর সংকটের স্থায়ী সমাধানের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে জরুরি ভিত্তিতে সংলাপ শুরু হওয়া দরকার বলেও আইসি মন্তব্য করেছে।
এসি
আরও পড়ুন