ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কাশ্মীর সীমান্তে পাক সেনা, সতর্ক ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ৫ সেপ্টেম্বর ২০১৯

ক্রমশ সুর চড়াচ্ছে পাকিস্তান। এবার তারা কাশ্মীর সীমান্তে সৈন্য মোতায়েন করেছে। নিয়ন্ত্রণ রেখার একেবারে কাছে প্রায় ব্রিগেড সমান পাক সেনা মোতায়েন করল ইসলামাবাদ। তাদের গতিবিধির দিকে কড়া নজর রাখছে ভারত সরকার। খবর এই সময়

পাকিস্তান কাশ্মীরের বাগ ও কোটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে ২০০০-এরও বেশি পাক সেনা মোতায়েন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও আপত্তিজনক পজিশন এই সেনা বাহিনী নেয়নি বলে জানিয়েছে ভারত। 

তবে প্রতি মূহূর্তে এদের ওপর নজর রাখা হচ্ছে বলে ভারতীয় সেনাবাহিনী সূত্রের খবর। পাকিস্তানে যে লস্কর-ই-তৈবা এহং জইশ-ই-মহম্মদের মতো সন্ত্রসবাদী সংগঠনগুলো নতুন করে সক্রিয় হয়ে উঠেছে এবং নিয়োগ প্রক্রিয়া জোরকদমে চলছে, সেই খবরও রয়েছে ভারতীয় গোয়েন্দাদের কাছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি