ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মোরগের ডাক থামাতে আদালতে মামলা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২, ৬ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১১:০৩, ৬ সেপ্টেম্বর ২০১৯

ফ্রান্সে আটলান্টিক মহাসাগরের উপকূলবর্তী ওলেরন দ্বীপে নিয়মিত ছুটি কাটাতে যাওয়া অবসরপ্রাপ্ত এক দম্পতি মোরগের ডাক থামাতে আদালতে মামলা করেছিলেন। 

ফ্রান্সের এক আদালত রায় দিয়েছে মরিস নামে এক গলাবাজ মোরগের কণ্ঠরোধ করা যাবে না। বিরক্ত প্রতিবেশীদের অভিযোগ নাকচ করে দিয়ে আদালত বলেছে মরিস যখন খুশি গলা ছেড়ে ডাকতে পারবে।

মামলায় তারা সফল তো হননি, উল্টে আদালত তাদের ক্ষতিপূরণ ও মামলা বাবদ ১ হাজার ডলারের বেশি খরচ দেওয়ার নির্দেশ দিয়েছে। এই মামলা ফ্রান্সে ব্যাপক সাড়া ফেলেছে।

যারা নিরিবিলি গ্রামীণ পরিবেশ পছন্দ করেন এবং শহুরে ব্যস্ততা থেকে কিছুটা শান্তির খোঁজে গ্রামে গিয়ে সময় কাটাতে চান, তাদের সঙ্গে গ্রামের প্রাকৃতিক পরিবেশ ধরে রাখার পক্ষে যারা তাদের মধ্যে কয়েক দশকের একটা বিরোধকে সামনে এনেছে ‘মরিস মোরগের’ এই মামলা।

মরিসের ভোরবেলা ডাকার অধিকারকে সমর্থন করে ১ লাখ চল্লিশ হাজার মানুষ এক পিটিশনে সই করেছেন।

সূত্র: বিবিসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি