ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাশ্মীর সীমান্তে ইমরান খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ৬ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২১:১১, ৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কাশ্মীর সীমান্ত সফরে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় তিনি সেখানে দায়িত্বে থাকা সেনা সদস্য ও নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

শুক্রবার ডন এ তথ্য প্রকাশ করে। পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে বলে ডন জানায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিয়ন্ত্রণ রেখার এ সফরে প্রধানমন্ত্রী ইমরান খান সেখানকার দায়িত্বরত সেনা ও শহীদ সেনা পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী ইমরান এদিন মুজাফফরাবাদ পরিদর্শন করবেন এবং নাগরিকদের উদ্দেশে ভাষণ দেবেন বলে জানানো হয়।  

এ সময় তার সঙ্গে আরও ছিলেন সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাততাক, পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এবং কাশ্মীর বিষয়ক বিশেষ কমিটির সভাপতি সায়েদ ফখার ইমাম প্রমুখ। 

ভারত সরকার সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিলের মধ্য দিয়ে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দেয়। এরপর থেকে প্রতিবেশী এই দেশ দুটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি