ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

পশ্চিমবঙ্গে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৯, ৭ সেপ্টেম্বর ২০১৯

ভারতের পশ্চিমবঙ্গের ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপের দিকে যাচ্ছে। বিষয়টি নিয়ে বিধানসভায় উদ্বেগও প্রকাশ করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত এলাকায় ডেঙ্গুর বাড়বাড়ন্তের জন্য এদিন উদ্বেগও প্রকাশ করেন তিনি। খবর ভয়েস অব আমেরিকার।

গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন চলাকালীন ডেঙ্গু নিয়ে আলোচনা শুরু হয়। এ সময় মুখ্যমন্ত্রী তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘এ পর্যন্ত রাজ্যজুড়ে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১০৫০০। ডেঙ্গুতে সরকারি হাসপাতালে মৃতের সংখ্যা ১৩ এবং বেসরকারি হাসপাতালে এর সংখ্যা ৪। সব মিলিয়ে, এখনও পর্যন্ত মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত এলাকা বনগাঁ-সহ সীমান্ত এলাকায় ডেঙ্গুর ধরন আলাদা।’ 

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সাধারণ নাগরিকের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। অনেকেই নিজেদের বাড়ির মধ্যে জমা জল পরিষ্কার করেন না। যার জেরে মশার উপদ্রব বেড়ে ডেঙ্গু আরও ছড়িয়ে পড়ছে। এ বিষয়ে তিনি আরও ব্যাপকভাবে জনসচেতনতা প্রচারে জোর দেন।’

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে ডেঙ্গুতে মৃতদের বেশিরভাগই রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত অঞ্চল বাগদা, বনগাঁ, গাইঘাটার বাসিন্দা। গতকাল শুক্রবার দুপুরেও কলকাতার একটি বেসরকারি হাসপাতালে একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি