ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জাপানে আঘাত হেনেছে টাইফুন ফ্যাক্সাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ৯ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১১:২০, ৯ সেপ্টেম্বর ২০১৯

জাপানের টোকিওর কাছে হনশু দ্বীপে ঘণ্টায় ২১০ কিলোমিটার গতিবেগে আঘাত হেনেছে টাইফুন ফ্যাক্সাই। সোমবার সকালে রাজধানী টোকিওর পূর্বদিকের চিবা শহরের উপকূল দিয়ে টাইফুনটি স্থলে উঠে আসে।

কানাগাওয়া, শিজোকো ও টোকিও এলাকার প্রায় ৪ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। টাইফুনের কারণে এখন পর্যন্ত ১০০ বুলেট ট্রেন ও বিমানের শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে প্রায় ১০ লাখ বাড়ি। ভেঙে পড়েছে বহু বাড়িঘর।

ফ্যাক্সাই বর্তমানে ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিবেগে জাপানের উত্তর-পূর্বাঞ্চলের দিকে সরে যাচ্ছে। এর কারণে ভূমিধস এবং বন্যার হুমকির কথা জানিয়েছে কর্তৃপক্ষ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি