ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সব অনুপ্রবেশকারীকে তাড়ানো হবে: অমিত শাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২, ৯ সেপ্টেম্বর ২০১৯

আসামের চূড়ান্ত তালিকায় জায়গা না পাওয়া ১৯ লাখের বেশি মানুষকে আসাম থেকে তাড়িয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

রোববার আসামের গুয়াহাটিতে এক অনুষ্ঠানে তিনি এ হুশিয়ারি দেন। 

তার ভাষায়, ‘প্রত্যেকটি অবৈধ অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেয়া হবে’। আসামে কোনো অনুপ্রবেশকারীর জায়গা হবে না।

অমিত শাহ বলেন, শুধু তাই নয় উত্তর পূর্বের রাজ্যগুলোকে বিশেষ সুবিধা দেয়া সংক্রান্ত সংবিধানের ৩৭১ ধারা প্রত্যাহার বিকল্প করার কোনও উদ্দেশ্য ভারত সরকারের নেই।  

ভারতের এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে বিভিন্ন  মানুষ বিভিন্নরকম প্রশ্ন তুলেছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, ভারত সরকার একজন অবৈধ অনুপ্রবেশকারীকেও এদেশে থাকতে দেবে না। এটা আমাদের প্রতিশ্রুতি”।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার আসাম সফরে গেলেন অমিত শাহ। ১৯৫৮ সশ্বস্ত্র আইনে (বিশেষ ক্ষমতা) আসামকে সবচেয়ে উপদ্রুত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার।

আসামের জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশের পর বহু বাঙালি হিন্দুর নাম বাদ পড়ায় ক্ষুব্ধ বিজেপি নেতৃত্বের একাংশ, এই বাঙালি হিন্দুদের সংখ্যা আসামের মোট জনসংখ্যার ১৮ শতাংশ এবং দলেরও ভোটব্যাংক হিসেবে কাজ করতো এই বাঙালি হিন্দুদের সংখ্যা। আসামের নিম্নবর্তী জেলাগুলোতে এনআরসি থেকে বাদ পড়া মুসলিম শরণার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি এই এলাকার। ক্ষমতাসীনদের অনেকেরই উদ্বেগ এ কারণেই। 

চলতি বছরের ৩১ আগস্ট প্রকাশিত আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) থেকে বাদ পড়েছেন রাজ্যের ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন মানুষ। তবে এ তালিকা নিয়ে খুশি নয় ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। আসামের রাজ্য সরকারেও ক্ষমতায় রয়েছে দলটি। বিজেপি ও তার মিত্রদের প্রত্যাশা ছিল, এ তালিকাকে হাতিয়ার করে আরও অধিক সংখ্যক মুসলিমের নাগরিকত্ব বাতিল করে তাদের রাষ্ট্রহীন মানুষে পরিণত করা হবে। ফলে তালিকায় আরও বেশি সংখ্যক মুসলিমের নাম বাদ না পড়ায় ক্ষোভ বিরাজ করছে বিজেপি ও তার মিত্রদের মধ্যে।

আই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি