ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে চীনের হুশিয়ারি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ১০ সেপ্টেম্বর ২০১৯

পরমাণু কর্মসূচিকে কেন্দ্র ইসলামি প্রজাতন্ত্র ইরানের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে চীন। তেহরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি থেকে সরে আসতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং সোমবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, আমরা বিশ্বাস করি আমেরিকার পক্ষ থেকে সর্বোচ্চ চাপ প্রয়োগের কারণে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চলমান এই উত্তেজনা তৈরি হয়েছে। আমেরিকার উচিত ভুল পদ্ধতি বাদ দেয়া এবং এই ধরনের একতরফা নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি পরিহার করা।

হুয়া চুনইং সংবাদ ব্রিফিংয়ে আরো বলেন, যেসব দেশ ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা অনুসরণ করছে তাদের উচিত এ সমঝোতা কার্যকর ও পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা। 

তিনি আশা প্রকাশ করে বলেন, পরমাণু সমঝোতার সব পক্ষ শিগগিরই এ বিষয়ে বৈঠকে বসবে এবং ইরানের পরমাণু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবে। হুয়া চুনইং জানান, চলমান উদ্বেগ-উৎকণ্ঠা এবং উত্তেজনা নিরসনে চীন তার যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখবে।

সূত্র: পার্সটুডে

আই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি