ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নাইজেরিয়ায় আশুরার মিছিলে হামলা, নিহত ১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৩, ১১ সেপ্টেম্বর ২০১৯

নাইজেরিয়ায় পবিত্র আশুরার মিছিলে সরকারি বাহিনীর হামলায় ১২ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ। খবর পার্সটুডে’র।

মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে মুসলমানরা আশুরার মিছিল বের করলে সেনাবাহিনী সেখানে গুলি চালায়। এছাড়া নাইজেরিয়ার সেনাবাহিনী টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এতে অনেকে আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানী আবুজায় আশুরার শোক মিছিল করতে দেওয়া হয়নি। শোকার্ত মানুষ যাতে একত্রিত হতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছিল নিরাপত্তা বাহিনী।

প্রসঙ্গত, গত বছরও নাইজেরিয়ার বিভিন্ন স্থানে আশুরার শোক মিছিলে হামলার ঘটনা ঘটেছে। ওই সময়ও বহু শোকার্ত মানুষ নিহত হন।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি