ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

আফগানিস্তানে মার্কিন দূতাবাসের কাছে রকেট বিস্ফোরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ১১ সেপ্টেম্বর ২০১৯

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের কাছে রকেট হামলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার বার্ষিকীতে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে।

বুধবার ভোর রাতে কাবুলের মার্কিন দূতাবাসের সামনে এ বিস্ফোরণ ঘটে। তবে এ হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ন্যাটো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করে দেওয়ার পর এই হামলা হলো। স্থানীয় সূত্রগুলো বলছে, এ বিস্ফোরণে দূতাবাস চত্বর ঢেকে যায় ধোঁয়ায়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর অর্থাৎ আজকের এ দিনে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র স্তম্ভিত হয়ে যায় ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায়। ওই দিন ১৯ জঙ্গি চারটি উড়োজাহাজ ছিনতাই করে আত্মঘাতী হামলা করে যুক্তরাষ্ট্রের তিনটি জায়গায়। দুটি উড়োজাহাজ আঘাত হানে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে। তৃতীয় উড়োজাহাজটি আক্রমণ করে পেন্টাগনে। আর চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ায়। ঠিক ওই ঘটনার বার্ষিকীতে আজকের হামলা হলো।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি