ঢাকা, রবিবার   ০২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া`র বর্ধিত সভা অনুষ্ঠিত 

মালয়েশিয়া প্রতিনিধি: 

প্রকাশিত : ২২:২২, ১৬ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

মালয়েশিয়া অবস্থানরত প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া'র এক সভা গতকাল রবিবার প্রেসক্লাব সভাপতি মনির বিন আমজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় খুব শীগ্রই সংগঠনের নতুন কমিটি গঠনের মাধ্যমে (২০১৯ - ২০২১) সংগঠনে জবাবদিহিতা, গঠনমূলক, গতিশীল ও  সাংবাদিক সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে সম্মিলিতভাবে সকলের এগিয়ে যাওয়াসহ বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করেন নেতৃবৃন্দ।

এসময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আহমেদুল কবির, সাধারন সম্পাদক বশির আহমেদ ফারুক, যুগ্ম - সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিরন, দপ্তর সম্পাদক শাহরিয়ার তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আরিফুজ্জামান, তথ্য ও গবেষণা সম্পাদক আরিফুজ্জামান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ফারজানা, সদস্য আলাউদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ আলি, সেকান্দার আলী ও মনির হোসেন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।  

এ সময় আগামী কয়েক দিনের মধ্যেই সংগঠনের নতুন কমিটি ঘোষণা হবে বলেও জানান প্রেসক্লাব সভাপতি মনির বিন আমজাদ।

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি