পাকিস্তানে দুই ভারতীয় গুপ্তচর আটক
প্রকাশিত : ১০:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০১৯
বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী তৎপরতা চালাতে সক্রিয় থাকা ভারতীয় দুই গুপ্তচরকে আটক করেছে পাকিস্তান। সোমবার তাদের আটক করা হয়েছে। খবর স্পুটনিকের।
আটক দুই গুপ্তচর হলেন- স্বামী আসেমানন্দ ও গোবান্দ পার্ট।
পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজ বিষয়টি নিশ্চিত করে বলেছে, ইরান থেকে তারা বেলুচিস্তানে অনুপ্রবেশ করেছে।
সূত্র জানায়, এ দুই ভারতীয় গুপ্তচরের বিষয়ে ইরান ও আফগানিস্তান সরকারকে বিস্তারিত জানিয়েছে পাকিস্তান। প্রতিবেশী দুই দেশের সরকারকে এ বিষয়ে জানাতে দেশটি চিঠি দিয়েছে বলে জানা গেছে।
এর তিন বছর আগে নৌকমান্ডার কুলভূষণ যাদব নামের এক ভারতীয়কে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে ইসলামাবাদ।
পাকিস্তানের দাবি, বেলুচিস্তানপ্রদেশ ও বন্দরনগরী করাচিতে যাদব মারাত্মক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ২০১৭ সালে সামরিক আদালতে তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়ার পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
শাস্তি থেকে রেহাই ও মুক্তি চেয়ে ভারত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দারস্থ হলে চলতি বছরের শুরুতে আদালত তা সমর্থন করেননি। তবে যাদবকে কনস্যুলার সুবিধা দেয়া ও তার শাস্তি পর্যালোচনা করতে পাকিস্তানের কাছে আহ্বান জানিয়েছে আইসিজে।
আরও পড়ুন