ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

প্রধানমন্ত্রী হচ্ছেন আফ্রিদি! ফেসবুকে তোলপাড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০১৯

পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি কী পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন? দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম এমন খবর ছড়িয়ে পড়েছে। এতে সে দেশের ফেসবুকে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সম্প্রতি আফ্রিদিকে দেখা গেছে, পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুরের সঙ্গে কোলাকুলি করতে। আর সেই ছবিকে ঘিরে দেশটির সামাজিক মাধ্যমে শুরু হয় জল্পনা।

টুইটারে কেউ বলছে, ইমরানের ক্ষমতা গেলে কি পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শহীদ আফ্রিদি?

তবে এর জবাবে একজন বলেছেন, আফ্রিদি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে তাতে ভারতের লাভ! সেই ব্যক্তির যুক্তি, আফ্রিদি খুব বড় মনের মানুষ। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে পাক অধিকৃত কাশ্মীর সবার প্রথম ভারতের হাতে তুলে দেবেন!

কাশ্মীর ইস্যু নিয়ে অনেক আগে থেকেই সরব আফ্রিদি। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মত তিনিও ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলেন।

কয়েক দিন আগে আগে মুজফফরাবাদে আফ্রিদি একটি সম্মেলনে যান আর সেখানেই গফুরের সঙ্গে দেখা হয় আফ্রিদির।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক কাশ্মীরের সমস্যার সমাধানে বিশ্বের সব মুসলিমকে এক হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, সারা বিশ্বে যেখানেই মানুষের ওপর অন্যায়-অবিচার হবে পাকিস্তানিরা সোচ্চার হবে, প্রতিবাদ করবে। 

তথ্যসূত্র: এএনআই, খালিজ টাইমস।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি