ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইরান প্রশ্নে আমেরিকাকে সহযোগিতা নয়: অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ২২ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ইরানবিরোধী উদ্দেশ্য হাসিলের ক্ষেত্রে তার দেশ আমেরিকাকে সহযোগিতা করবে না।

তিনি আরও বলেছেন, অস্ট্রেলিয়া হরমুজ প্রণালীর আন্তর্জাতিক পানিসীমায় স্বাধীনভাবে নৌ-চলাচল নিশ্চিত করার পক্ষে, কিন্তু ইরানের বিরুদ্ধে মার্কিন লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার অংশগ্রহণ থাকবে না। খবর পার্সটুডে

তিনি বলেন, অস্ট্রেলিয়ার সরকার নিজ দেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থাকে। এর বাইরে আমেরিকা যেসব বিষয়ে কাজ করছে সেগুলোর সঙ্গে ক্যানবেরা'র কোনো সম্পর্ক নেই। ওই সব বিষয় ক্যানবেরার জন্য গুরুত্বপূর্ণ নয়। এ কারণে ওই সব ক্ষেত্রে আমেরিকার সঙ্গে সহযোগিতা হবে সীমিত পর্যায়ের।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুক্রবারের বৈঠকের পর এ খবর প্রকাশিত হলো। এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের বিরুদ্ধে সামরিক সহযোগিতার বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি